ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে; খুব দীর্ঘ না হলেও দাউদকান্দিতে মেঘনা-গোমতি সেতুর টোলপ্লাজার মুখে কিছুটা যানজট রয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 07:06 AM
Updated : 20 June 2017, 10:03 AM

মঙ্গলবার দুপুরে টোলপ্লাজার কুমিল্লার অংশে ঢাকামুখী আধা কিলোমিটার এলাকাজুড়ে থেকে থেকে গাড়ির জট দেখা যায়।

পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের এসপি পরিতোষ ঘোষ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট নেই। পুলিশ কাজ করছে; যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পদুয়ার বাজার বিশ্বরোড রেলওভারপাস ও দাউদকান্দি টোলপ্লাজায় যানবাহনের চাপ বাড়লে আধা কিলোমিটারের জট এক কিলোমিটারে বিস্তৃত হয়।

টোল প্লাজায় এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেমের কারণে মিনিট বিশেকের মতো জট লাগছে, পরে আবার ফাঁকা হয়ে যাচ্ছে।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী পদুয়ার বাজার রেলওভারপাসের নিমার্ণকাজ চলার কারণে নিচের অংশের সড়ক খারাপ থাকায় যানবাহনগুলো ধীরে চলছে। সড়কে যানবাহন বাড়লে এই জায়গায় ৫ থেকে ৭ মিনিট আটকে থাকছে যানবাহনগুলো।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার ১০৩ কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত দীর্ঘ যানজট নেই বললেই চলে।