মাগুরায় ইমামের ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

মাগুরা সদর উপজেলায় এক ইমামের বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীহত্যার অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 06:35 AM
Updated : 20 June 2017, 07:23 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে ছুরিকাঘাতের পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আছিয়া খাতুন (২৫) পশ্চিম বাড়িয়ালা গ্রামের মুকুল মুন্সীর মেয়ে।

পুলিশ কর্মকর্তা তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বশুর মুকুল মুন্সীর বাড়িতে থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীকোল গ্রামের মসজিদে ইমামতি করতেন বেরইল গ্রামের আনোয়ার হোসেন।

ছোটখাটো বিষয়ে আনোয়ার তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতেন বলে পরিবারের অভিযোগ। সম্প্রতি অছিয়া স্বামীর বিরুদ্ধে নারীনির্যাতনের অভিযোগে মামলা করেন। এরপর আনোয়ার শ্বশুরবাড়ি ছেড়ে লক্ষ্মীকোল গ্রামে চলে যান।

পুলিশ কর্মকর্তা তারিকুল বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার শ্বশুরবাড়ি গিয়ে আছিয়াকে ছুকিাঘাত করে পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ।

আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা তারিকুল।

এই দম্পতির একটি মেয়ে রয়েছে জানিয়ে বেরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল হক বলেন, “যৌতুকের দাবিসহ ছোটখাটো বিভিন্ন অজুহাতে আনোয়ার তার স্ত্রীর ওপর নির্যাত চালাতেন। সংসার টিকিয়ে রাখার স্বার্থে একাধিকবার সালিশ করে বিবাদ মিটিয়ে দিয়েছি। কিন্তু আনোয়ার অত্যন্ত উগ্র মানসিকতার লোক।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম।