সিলেটের পথে ট্রেন চলাচল শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে রেল লাইনের ওপর পাহাড় ধসে পড়ে বন্ধ থাকার চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 07:15 AM
Updated : 19 June 2017, 12:05 PM

সোমবার বেলা ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে শ্রীমঙ্গল স্টেশনের সহকারী প্রকৌশলী এরফান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৯টা থেকে রেলওয়ের শ্রমিকদের সহায়তায় রেল লাইনের ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়।

“মাটি সরানোর পর কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়া সিলেট থেকে ঢাকামুখী ‘কালনি এক্সপ্রেস’ গন্তব্যে ছেড়ে গেছে।”

তবে এখনও মাটি পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ট্রেন চলে যাওয়ার পর তারা আবার মাটি সরানোর কাজ করবেন বলে এ প্রকৌশলী জানান।

এর আগে সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।