রংপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছর সাজা

রংপুরে ১৩ বছর আগের এক অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 10:47 AM
Updated : 18 June 2017, 11:18 AM

রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রোববার দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জহুরুল হক (৪০) রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। জহুরুল রংপুরের কাউনিয়া উপজেলার চরচতুরা এলাকার পিয়ার মামুদের ছেলে।

আদালতের পিপি আইনুন নাহার পাপড়ি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জহুরুল ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে এক নারীর বাড়ি গিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না দেওয়ায় তিনি ওই নারীর মাথায় পিস্তল ঠেকান বলে অভিযোগ।

“সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে জহুরুল পিস্তল ফেলে পালিয়ে যান। পরে পুলিশ এসে পিস্ত্রলটি উদ্ধার করে।”

ওই রাতেই জহুরুলের বিরুদ্ধে কাউনিয়া থানার এসআই আতাউর রহমান অস্ত্র আইনে মামলা করেন বলে জানান পিপি নাহার।

তিনি বলেন, এ ঘটনায় ওই বছরই ১৪ এপ্রিল জহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার এসআই অশোক চৌহান।

দীর্ঘ ১৩ বছর ধরে শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তাকে এই সাজা দিলেন।