নিটিংয়ে ব্যাংকঋণের সুদ কমানোর দাবি

প্রস্তাবিত বাজেটে মাঝারি আকারের নিটিং ব্যবসায় ব্যাংকঋণের সুদের হার ও উৎসে কর কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 08:47 AM
Updated : 18 June 2017, 08:47 AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ভবনে শনিবার বিকালে বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আবু তাহের শামীম বলেন, সুদ ও উৎসে কর না কমায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

“ব্যাংকঋণের হার ও উৎসে কর কমানো না হলে এ শিল্পে বিপযর্য় নেমে আসতে পারে।”

দিন দিন এ ব্যবসায় বিনিয়োগ হ্রাস পাচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত নিটিং শিল্প। কিন্তু এটা এখন ধ্বংসের পথে চলছে।

“চলতি বাজেটে মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য উৎসে কর কমিয়ে আনার পাশাপাশি সুদের হার ১০ শতাংশের নিচে নিয়ে আসার দাবি করা হয়েছিল। কিন্তু এর কিছুই করা হয়নি। এ কারণে নতুন বিনিয়োগকারীরা ব্যবসার সুযোগ পাচ্ছে না। আর যারা ঋণ নিয়েছে তারা পুরনো ঋণ শোধ করতেই হিমশিম খাচ্ছে। কিন্তু ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”

সারাদেশে সাত হাজারের বেশি নিটিং কারখানা রয়েছে জানিয়ে তিনি বলেন, আশির দশকে এ শিল্পের বিকাশ ঘটে ব্যাপকভাবে। বর্তমানে পোশাক রপ্তানির দেশ হিসেবে বাংলাদেশ অন্যতম।

“রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বার্থে নিটিং শিল্প টিকিয়ে রাখা জরুরি। আমরা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি ও জোরালো পদক্ষেপ আশা করছি।”

সভায় ২০১৭-১৮ অর্থবছরে সংগঠনের জন্য বাজেট ঘোষণা করা হয়। ৫৬ লাখ ৭৮ হাজার ৫২৮ টাকার বাজেট ঘোষণা করেন সভাপতি শামীম।

এছাড়া তিনি বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।

সভায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান স্বপন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম সারোয়ার উপস্থিত ছিলেন।