গোপালগঞ্জে মূর্তি ভাংচুর

গোপালগঞ্জ সদর উপজেলার একটি মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 06:57 AM
Updated : 18 June 2017, 06:57 AM

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা জানান, শনিবার রাতে বোড়াশি ইউনিয়নের দক্ষিণ ঘোষগাতী গ্রামে ভাংচুরের এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি রঞ্জন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে প্রার্থনা শেষে পূজারিরা মন্দিরের দরজা সিটকিনি দিয়ে বন্ধ করে চলে যান।

“সকালে ঘুম থেকে উঠে মন্দিরের মূর্তি ভাঙা দেখতে পাই। এ ঘটনায় গ্রামের সবাই মর্মাহত হয়েছে। আমাদের মন ভেঙে পড়েছে। মূর্তি ভাংচুরের মতো কোনো অপ্রীতিকর ঘটনা এর আগে এখানে ঘটেনি। এ কারণে কাউকে সন্দেহ করা যাচ্ছে না।”

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান।

বোড়াশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জনে আলম মোল্লা বলেন, এখানে হিন্দু-মুসলমান সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে।

“জাগ্রত এ মন্দিরে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই দুধ-কলা মানত করে বিপদ-আপদ থেকে মুক্ত থাকে বলে তাদের বিশ্বাস। এখানে মূর্তি ভাংচুরের ঘটনা আনাকাঙ্ক্ষিত।”

তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন।

পরিদর্শক সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, পুলিশ ইতোমধ্যেই তদন্তকাজ শুরু করেছে। আর অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হবে।