চাকরির প্রলোভনে ভারতে পাচার, দেড় মাস পর উদ্ধার

চাকরির প্রলোভনে ভারতের পাচারের দেড় মাস পর সিরাজগঞ্জের শাহজাদপুরের এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 12:45 PM
Updated : 17 June 2017, 12:45 PM

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মো. তৈয়ব আলী জানান, শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।

শনিবার সকালে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে স্বজনদের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপ-পরিদর্শক তৈয়ব আলী বলেন, ওই গৃহবধূকে ঢাকায় পার্লারে চাকরি দেওয়ার কথা বলে একই গ্রামের সুমি খাতুন গত ২ মে ঢাকায় নিয়ে যান। পরে তার সহযোগীদের মাধ্যমে গত ৩ মে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের ব্যাঙ্গালুরুতে পাচার করে দেয়।

“এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে গত ১৬ মে ছয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুমির ভাই হানিফ সেখ ও পাশের মাদলা গ্রামের কুদ্দুসকে আটক করে।”

তিনি বলেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৯ মে ঢাকা থেকে সুমিকে আটক করা হয়। এরপর তাকে দুইদফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জড়িত থাকার কথা স্বীকার করে।

“পরে তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করলে ৩০ হাজার টাকার বিনিময় ওই গৃহবধূকে ফেরত দিতে রাজী হয় এবং ১৫ হাজার টাকা বিকাশ করে পাঠানোর পর বেনাপোল সীমান্ত দিয়ে শুক্রবার রাতে তাকে ফেরত পাঠায়।”