চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

দুস্থদের উন্নয়নের জন্য বরাদ্দ করা ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি)এর চাল কম দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 05:28 PM
Updated : 16 June 2017, 05:29 PM

এরা হলেন, শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ২ নম্বর ওয়ার্ডের সদস্য খাইরুল ইসলাম  ও গ্রাম পুলিশ জিয়াউর রহমান।

শুক্রবার রাতে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব এ জানান।

তিনি বলেন, ওই ইউনিয়নে নারীদের ভিজিডির চাল পাঁচ কেজি করে কম দেওয়া হচ্ছে এমন খবরে বৃহস্পতিবার সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী ও শিবগঞ্জ থানা পুলিশের একটি দল।

“চাল কমে দেওয়ার বিষয়টি প্রমাণ পেয়ে চেয়ারম্যান জুয়েলসহ ওই তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা খাতুন থানায় মামলা করেন।”

শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি হাবিবুল।