নরসিংদীতে ট্রাক-কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২  

ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার একটি পুলিশ ফাঁড়ির ওসি ও তার গাড়ির চালক নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 01:19 PM
Updated : 12 June 2017, 04:15 PM

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা পুলিশ ফাঁড়ির ওসি হুমায়ুন কবির ও তাকে বহনকারী প্রাইভেটকারের চালক ওয়ারিশ মিয়া (৪৫)।

নরসিংদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান জানান, ওসি হুমায়ুন কবির একটি প্রাইভেটকারে ঢাকা যাচ্ছিলেন। প্রাইভেটকারটি ঘাসিরদিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং হুমায়ুন কবির ও ওয়ারিশ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।”

মিজানুর রহমান আরও জানান, পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারের দরজা কেটে লাশ দুটি উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান মিজানুর।

পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।