সিলেটে ‘মসজিদের বাতি জ্বালানো নিয়ে’ সংঘর্ষ, নিহত ১

সিলেটের বিয়ানীবাজারে মসজিদের বাতি জ্বালানো নিয়ে ঝগড়া থেকে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 07:15 AM
Updated : 12 June 2017, 07:15 AM

উপজেলার পাতন গ্রামে রোববার রাতে এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান।

নিহত মুহিদুর রহমান মিন্টু (৫৫) ওই গ্রামের ছওয়াব আলীর ছেলে।

আহতদের চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি চন্দন বলেন, রোববার রাত ১১টার দিকে মসজিদের বাতি জ্বালানো নিয়ে স্থানীয় রেজা আহমদ ও নোমান মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে দুই পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রেজার ভাই মিন্টু গুরুতর আহত হন।”

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিন্টুর মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।