সিডরে নিখোঁজ, ১০ বছর পর ফিরলেন বাড়ি

সিডরে নিখোঁজ হওয়ার প্রায় ১০ বছর পরে বাড়ি ফিরেছেন এক জেলে।

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 06:06 PM
Updated : 12 June 2017, 01:24 PM

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হন বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের এনসান আলীর ছেলে সোহেল।

রোববার উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে তাকে পাওয়া যায় বলে জানান চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন।

তিনি বলেন, আড়পাঙ্গাশিয়া বাজারের লোকজন জানিয়েছে শনিবার রাত ৮টার দিকে একটি ট্রাক থেকে ৫/৬ জন লোককে নামিয়ে চলে যায়। ওই লোকদের মধ্যে সোহেল ছিল।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বাদল বলেন, সিডরের একদিন আগে গ্রামের ১২ জন দিন মজুর ধানচী লতা কাটতে ট্রলার নিয়ে বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনায় চর লতায় যায়। ঝড়ের রাতে ট্রলার উল্টে ১২ জন বিচ্ছিন্ন হয়ে যায়।

“ঝড়ের চারদিন পরে দুইজন বাড়ি ফিরলেও সোহেলসহ ১০ জন নিখোঁজ থাকে। ওই গ্রামের জেসমিন শনিবার রাতে আড়পাঙ্গাশিয়া বাজারে সোহেলকে দেখে চিনতে পেরে তার পরিবারকে জানায়।”

রোববার সকালে প্রতিবেশীরা ওই বাজার থেকে সোহেলকে বাড়ি নিয়ে যায় বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান বলেন, সোহেল কথা বলছে না; ‍শুধু তাকিয়ে থাকে। তার চিকিৎসাসহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।