হাওরে ফসলহারাদের ত্রাণে দুর্নীতির অভিযোগ

সুনামগঞ্জে হাওরের ফসলহারা কৃষকের ত্রাণ বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 09:14 AM
Updated : 11 June 2017, 09:14 AM

রোববার জেলা শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি মানববন্ধনে এই অভিযোগ করে।

মানববন্ধনে বক্তারা ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন।

প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের স্বজনদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন অভিযোগ করে তারা অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এছাড়া হাওরবাসীর মধ্যে বরাদ্দ দেওয়া ত্রাণ চাহিদার তুলনায় অপ্রতুল উল্লেখ করে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, নারী নেত্রী শীলা রায়, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।