ফেরেনি বিএসএফের হাতে আটক বাংলাদেশি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 11:15 AM
Updated : 10 June 2017, 11:15 AM

বিষয়টি নিয়ে শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে পতাকা বৈঠকে এ তথ্য জানানো হয়।  

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে ওই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে আবু বক্করকে ধরে নিয়ে যায় বিএসএফ।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের সীমানায় অনুপ্রবেশ করায় তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতের আদালতে বিচার চলবে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক রাশিদুল আলম জানান, শুক্রবার বিকালে ধরে নিয়ে যাওয়ার সময় আবু বক্কর মাঠে নিজেদের গরু চড়াচ্ছিলেন। ওই সময় ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফের একটি টহলদল বক্করকে ধরে নিয়ে যায়।

“বিজিবি ওইদিন ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশিকে ফেরত দেওয়ারও আহ্বান জানায় বিএসএফকে। এর প্রেক্ষিতে বিজিবির আহ্বানে শনিবার সকালে সাড়া দেয় বিএসএফ। পরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দামুড়হুদার মুন্সীপুর কোম্পানি কমান্ডার হাবিলদার তোফাজ্জেল হোসেন। ভারতের পক্ষে ছিলেন মালুয়াপাড়া কোম্পানি কমান্ডার এসি কিশোর কুমার রাজপুত।