বিএনপি নেতাদের লংগদু যেতে অসহযোগিতার অভিযোগ

প্রশাসনের অসহযোগিতায় বিএনপি নেতারা রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 01:41 PM
Updated : 9 June 2017, 01:43 PM

শুক্রবার রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন। 

গত বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকায় রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যা।

পরদিন স্থানীয় বাঙালিরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের করে। ওই সময় তিনটিলা, পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে পাহাড়িদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে অন্তত দুইশ ঘরবাড়ি ভস্মীভূত হয়।

প্রশাসন এখনও লংগদুর পরিবেশ স্বাভাবিক করতে পারেনি এবং সেখানে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন নোমান।

তিনি পাহাড়িদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান।

নোমান বলেন, “সেখানে যেতে প্রশাসনের সহযোগিতা কামনা করা করা হলেও কোনো সহযোগিতা করেনি, বরং পরিদর্শনে গিয়ে কোনো কিছু হলে এর দায় প্রশাসন নেবে না বলে হুঁশিয়ার করেছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ লাখ টাকা সহায়তা পাঠানোর কথা জানান নোমান।

তিনি বলেন, সহায়তার এ টাকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে রেখে যাওয়া হবে। পরে তারা এগুলো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেবেন।  

সংবাদ সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ধর্ম বিষয়ক উপদেষ্টা সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় শ্রম সম্পাদক আবছার উদ্দিন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, কেন্দ্রীয় সহ ধর্ম সম্পাদক দীপেন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক মনিষ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র লাল চাকমা, জেলা সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুগ্ন সম্পাদক মামুনর রশীদ প্রমুখ। 

এ ব্যাপারে রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের কাছে তারা কোনো সহযোগিতা চেয়েছিলেন কিনা তা জানা নেই। তবে তাদের লংগদু যেতে বাধা দেওয়া হয়নি।