নীলফামারীতে সরকারিভাবে চাল কেনা শুরু

নীলফামারীতে বোরো মৌসুমে সরকারিভাবে চাল কেনা শুরু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 10:59 AM
Updated : 8 June 2017, 10:59 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা খাদ্যগুদাম চত্ত্বরে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, জেলায় এবার ১৫ হাজার মেট্রিকটন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে ছয় উপজেলার সাতটি খাদ্যগুদামের মধ্যে চারটিতে ছয় হাজার ৩৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে ।

জেলার ১৫৬ জন মিল মালিকের কাছ থেকে এ চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসির আলী সরকার প্রমুখ।