মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১১ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2017, 02:52 AM
Updated : 6 June 2017, 02:56 AM

জেলার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানান, উপজেলার নূরপুর গ্রামে মঙ্গলবার রাত ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ফিরাতুল ইসলাম (৪৪) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নূরপুর গ্রামের এক কাঁঠালবাগানে সন্দেহভাজন সন্ত্রাসীরা অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ গেলে তারা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ হয়।

“পরে ঘটনাস্থল থেকে ফিরাতুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।”

এছাড়া একটি শটগান, পাঁচটি গুলি, পাঁচটি ককটেল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ আহত হলে তাদের মেহেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলছেন, “ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত ছিল। তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।”