পিস্তল ও গুলি রাখার দায়ে যুবকের ১৭ বছরের দণ্ড

পিস্তল-গুলি রাখার দায়ে নাটোরে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 01:28 PM
Updated : 5 June 2017, 01:29 PM

সোমবার নাটোরের স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো.হাসানুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত খোকন আলী ওরফে শাহরিয়ার (২৮) চাঁপাইনবাবগঞ্জের টুলা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আব্দুল হাই জানান, ২০১৪ সালের ৪ মার্চ নাটোর সদর উপজেলার একডালা এলাকায় র‌্যাবের টহল দেখে পালানোর চেষ্টা করে শাহরিয়ার।

“এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি পায়। এ অস্ত্রের কাগজপত্র দেখাতে না পারায়পরের দিন সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।”

তিনি বলেন, পিস্তল রাখায় শাহরিয়ারকে ১৪ বছর ও গুলি রাখার দায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।