বরিশাল মেডিকেলে শিশু চুরি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 01:42 PM
Updated : 4 June 2017, 01:42 PM

রোববার ভোরে হাসপাতালের তৃতীয় তলায় প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আনোয়ার হোসেনের স্ত্রী সালমা বেগম হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ওয়ার্ডে জায়গা না থাকায় তাদের বারান্দায় থাকতে হয়। বৃহস্পতিবার রাতেই অস্ত্রপচারে সালমার ছেলে হয়।

“রোববার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় মায়ের পাশ থেকে চুরি হয়েছে ৩ দিন বয়সের এই নবজাতক।”

যে স্থান থেকে নবজাতক চুরি হয়েছে সেখানে সিসি টিভি ক্যামেরা নেই; তাই অন্যান্য ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানান পরিচালক সিরাজুল ইসলাম।

নবজাতকের বাবা আনোয়ার হোসেন জানান, তাদের পাশের বেডে রিনা বেগম নামে একজন রোগী ছিলেন। তার বাড়ি বরগুনার আমলতার পাড় গ্রামে। ফুপু ও ফুপাতো বোন পরিচয়ে শনিবার রাতে আরও দুজন মহিলা তার কাছে আসেন।

চুরির ঘটনার পর থেকে রিনাসহ তার স্বজনরা নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি শাহ্ মো. আওলাদ জানান, চুরি হওয়া শিশু উদ্ধারে এবং সন্দেহভাজনদের আটকের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করেছে।