পাহাড়িদের বাড়িঘরে আগুন: দোষীদের গ্রেপ্তারের দাবি

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 12:36 PM
Updated : 4 June 2017, 12:36 PM

রোববার শহরের মুক্তির মোড়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে কয়েকশ ক্ষুদ্র নৃগোষ্ঠির নারী-পুরুষ অংশ নেয় ।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা সবিন মুন্ডার সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা পাহাড়িদের উপর জুলুম নির্যাতন বন্ধ ও দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আতাউল হক সিদ্দিকী, শহীদ হাসান সিদ্দিকী স্বপন, নরেন চন্দ্র পাহান, ভারন পাহান, আতিক হোসেন প্রমুখ।

এদিকে একই দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।