বান্দরবানে মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকটি এলাকায় ঘূর্ণিঝড় ‘মোরার’ আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 10:25 AM
Updated : 2 June 2017, 10:25 AM

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এসব ত্রাণ বিতরণ করেন।

তারা নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে ক্ষয়-ক্ষতির বিষয়ে কথা বলেন।

স্থানীয় সাংবাদিক বাটিং মার্মা জানান, ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ প্রতিনিধি দলকে তার ইউনিয়নে প্রায় সাড়ে পাঁচশ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দিয়েছেন।

এই ইউনিয়নে আখের ক্ষেত, পানের বরজ ও পোল্ট্রি ফার্মের ক্ষয়-ক্ষতির বিষয়েও চেয়ারম্যান আজিজ প্রতিনিধি দলকে জানান।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।