বিড়ির শুল্কে ‘বৈষম্য’, লক্ষ্মীপুরে মানববন্ধন

বাজেটে বিড়িশিল্পের ওপর ‘অসহনীয় শুল্ক’ বৃদ্ধির অভিযোগ তুলে এর প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 08:24 AM
Updated : 2 June 2017, 09:15 AM

শুক্রবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সংগঠনটির লক্ষ্মীপুরের সভাপতি আবু জাহির বলেন, গত বছর বিড়ির ওপর ট্যাক্স ছিল ১০ শতাংশ। তা বাড়িয়ে এ বছর করা হয়েছে ৩০ শতাংশ।

“এটা তো জুলুম। সরকার আমদানি করা কাঁচামালে তৈরি সিগারেটকে উৎসাহিত করে। আর দেশি শিল্পকে ধ্বংস করার জন্য এ বাজেটে বিড়ির ওপর অসহনী কর প্রস্তাব করেছে।”

মানববন্ধন শেষে তারা শহরের উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ দেখান। তারা বিড়িশিল্পকে বাঁচানোর জন্য বর্ধিত কর বাতিলের দাবি জানান।

সভাপতি ছাড়াও কর্মসূচিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মানিকুর রহমান মানিকসহ শতাধিক শ্রমিক অংশ নেন।

নতুন বাজেটে কমমূল্যের সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যেসব সিগারেটের প্যাকেট ৪৫ টাকা বা তার বেশি সেগুলোর দাম না বাড়ানোর প্রস্তাব করা হয়।