রোকেয়ার নতুন উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 09:48 AM
Updated : 1 June 2017, 09:52 AM

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক কলিমউল্লাহ বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (স.বি-১) আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন।

“উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সব সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।”

গত ৫ মে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূর-উন-নবীর মেয়াদ শেষ হয়। শীর্ষ পদটি ২৬ দিন ফাঁকা থাকার পর নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার।

২০০৮ সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন কলিমউল্লাহ।

এর আগে নিয়োগ পাওয়া তিন উপাচার্যের দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

সদ্য বিদায়ী উপাচার্য নূর-উন-নবী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সের অধ্যাপক।আর

প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক লুৎফর রহমান।