পবিপ্রবির ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 08:04 AM
Updated : 31 May 2017, 09:26 AM

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আল-আমিন হোসেনের বাবা মো. আজিজ শিকদার মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে (প্রথম) মামলাটি করেন।

বাদীর আইনজীবী নিজাম উদ্দিন হেলালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক মো. আমিনুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে দুমকি থানার ওসিকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ফেইসবুকে স্ট্যাটাস ও পাল্টা স্ট্যাটাসের জেরে গত ২১ মে দুই পক্ষের 
আল-আমিনসহ তিন শিক্ষার্থী আহত হন

আইনজীবী নিজাম বলেন, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আজিজ শিকদার এই মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনসহ ১২ জনকে আসামি করেছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলায় অভিযোগ, আসামিরা রড, রামদা ও লোহার পাইপ নিয়ে হত্যার উদ্দেশে আল-আমিনের ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় বন্ধুরা আলামিনকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা চালান আসামিরা। আসামিরা আলামিনের সোনার চেইন, আংটি ও টাকাসহ ১ লাখ ১৮ হাজার টাকার সম্পত্তি ছিনতাই করেন বলেও অভিযোগ আনা হয়েছে মামলায়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা রিমন বলছেন, “আমাকে রাজনৈতিক হয়রানির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে।”