নিষ্ক্রিয় করা হয়েছে মেহেরপুরের বোমাটি

প্রায় ৩৬ ঘণ্টা পর মেহেরপুর সদর উপজেলার সেই লাল টেপ মোড়ানো বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে, যাতে সার্কিট লাগানো ছিল।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 08:04 AM
Updated : 29 May 2017, 08:42 AM

র‌্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার মেজর মনিরুজ্জামান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল রাইপুর গ্রামে এসে এটি নিষ্ক্রিয় করে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের একটি রাস্তায় স্থানীয়রা বোমাটি দেখতে পায়। পুলিশ গিয়ে সেটা বালুর বস্তা দিয়ে ঘিরে রাখে, নিরাপত্তার স্বার্থে সরিয়ে দেয় আশপাশের লোকজনকে।

র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, বোমাটি শক্তিশালী ছিল। এর ভেতরে সার্কিট ও ডিভাইসসহ শক্তিশালী ইলেক্ট্রিক সরঞ্জাম ছিল।

“জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে এর মিল রয়েছে। নিষ্ক্রিয়কারী দল নিয়ন্ত্রণের মধ্যে রেখে বিস্ফোরণ ঘটিয়ে এটি নিষ্ক্রিয় করেছে।”

এ কাজে নেতৃত্ব দেন র‌্যাবের ডিএডি গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা আল মাহমুদ।