চাঁদপুরে আগুনে পুড়েছে ৭ দোকান

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার ট্যাংকপট্টিতে একটি গুদামসহ ছয়টি দোকান পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 06:50 AM
Updated : 27 May 2017, 06:50 AM

জেলার ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শামীমুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টায় ট্যাংকপট্টি জাহাঙ্গীর স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো - খান বস্ত্র বিতান ও গুদাম, আল-আরাফাহ টেইলার্স, আল-ইমরান স্টোর, জাহাঙ্গীর স্টোর, সুতা ঘর ও ইসলামিয়া বস্ত্র বিতান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত দোকানি ইউসুফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে তারা দোকান বন্ধ করে চলে যান।

“পরে খবর পেয়ে এসে দেখি ছয়টি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। আগুনে আমাদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।”