বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দোকানপাট ভাংচুর

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্ররা হামলা চালিয়ে কর্নকাঠীর দোকানপাটে ভাংচুর চালিয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 04:36 AM
Updated : 27 May 2017, 04:46 AM

বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুল্লাহ মো. নাছির জানান, শুক্রবার রাতে ‘তুচ্ছ ঘটনাকে’ কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা ১০-১২ জন সহপাঠী।

“এ সময় স্থানীয় বখাটেরা এসে আমাদের চলে যেতে বলে। আমরা যেতে না চাইলে তারা হামলা চালায়। এতে চার-পাঁচ ছাত্র আহত হয়।”

তবে কর্নকাঠী এলাকার ব্যবসায়ী মহসিন মোল্লা বলছেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরুজ মোল্লার সামনে বসে ধূমপান করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র।

“একজন তাদের অন্যত্র গিয়ে ধূমপান করতে বললে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্ররা দলবল নিয়ে এসে অন্তত ৩০টি দোকানে ভাংচুর চালায়।”

এ বিষয়ে কথা বলার জন্য সুরুজ মোল্লার মোবাইলে একাধিকবার ফোন করে বন্ধ পাওয়া গেছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত অভিযো পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।