চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু শনিবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের কয়েকটি উপজেলার অন্তত ৪০টি গ্রামে শনিবার রোজা শুরু হবে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 12:36 PM
Updated : 26 May 2017, 12:36 PM

বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার সেখানে রোজা শুরু হয়নি। তাই শনিবার শুরু হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ সময় ধরে চাঁদপুরের এ গ্রামগুলোর মানুষ রোজা, দুই ঈদ, শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক জানান, ১৯৩২ সালে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম রোজা পালনসহ দুই ঈদ উদযাপনের নিয়ম চালু করেন।

“মধ্যপ্রাচ্য তথা সৌদিআরবের সঙ্গে মিল রেখে শনিবার চাঁদপুরের এ ৪০ গ্রামের লোকজন রোজা শুরু করবে। সেই অনুযায়ীই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।”

আগাম রোজা পালনকারী গ্রামগুলো হলো হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সীরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশবিশেষ।