সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার করায় ৩ জেলে আটক

সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্য থেকে মাছ শিকার করায় ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 12:34 PM
Updated : 26 May 2017, 12:58 PM

এরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের বংশিপুর গ্রামের আমিনুর গাজী, দক্ষিণ কদমতলা গ্রামের কামরুল ইসলাম জোয়াদ্দার ও সোরা গ্রামের রেজাউল করিম গাজী।

শুক্রবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কচুখালী খাল থেকে তাদের আটক করা হয় বলে বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মিঠু তালুকদার জানান ।

তিনি বলেন, কচুখালী খালের অভয়ারণ্যে মাছ শিকারের গোপন সংবাদে অভিযানে যায় বনবিভাগ। এ সময় সেখান থেকে একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করা হয়।

বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন কর্মকর্তা মিঠু।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, রোববার তাদের আদালতে হাজির করা হবে। তার আগে তাদের বনবিভাগের হেফাজতে রাখা হবে।