লক্ষ্মীপুরে শিশুকে ‘পায়ুপথে বাতাস দিয়ে’ হত্যার চেষ্টা

লক্ষ্মীপুর সদরে এক শিশু মারধরের পর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে রিকশার গ্যারেজ মালিকের বিরুদ্ধে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 05:53 PM
Updated : 23 May 2017, 05:58 PM

সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মজু চৌধুরী হাটের এ ঘটনায় গ্যারেজ মালিক রিয়াজকে আটক করা হয়েছে।

১০ বছরের শিশু মিলনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সে কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে। মিলন মজু চৌধুরী হাটে সেলিমের খাবারের হোটেলে কাজ করত।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি লোকমান বলেন, “মিলন হোটেলের পাশে রিয়াজের রিকশা গ্যারেজের সামনে দুষ্টুমি করে। এতে রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে মারধর করে।

“এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সহযোগিতায় শিশুটির পায়ুপথে পাম্পের (রিকশায় হাওয়া দেওয়ার যন্ত্র) হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে।”

পরে মিলনকে হোটেল মালিকের ভাই আজাদ হাসপাতালে নিয়ে আসে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শিশু মিলনের অবস্থা গুরুতর বলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

২০১৫ সালের ৩ অগাস্ট খুলনায় রাকিব নামে এক শিশুকে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসারের মাধ্যমে মলদ্বারে বাতাস ঢোকানো হলে পেটের ভেতরের নাড়ি, মলদ্বার, ‍মুত্রথলি ফেটে রক্তক্ষরণে মারা যায়।