পটুয়াখালীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর দশমিনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 02:55 PM
Updated : 23 May 2017, 02:55 PM

দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম মোস্তফা নামে এক আইনজীবী মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।

“বিচারক মোহাম্মদ হোসেন মামলাটি গ্রহণ করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ।”

আসামিরা হলেন- ইংরেজি দৈনিক নিউ এজ এর দশমিনা প্রতিনিধি নিপুন চন্দ্র শীল ও দৈনিক জনতার স্থানীয় প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জী।

মামলায় অভিযোগ করা হয়, ওই দুই সাংবাদিক বাদী গোলাম মোস্তাফার দাদাকে ফেইসবুকে ‘রাজাকার’ আখ্যায়িত করেন এবং গোলাম মোস্তাফার শরীরে ‘রাজাকারের রক্ত বইছে’ বলে মন্তব্য করেন।   

মিথ্যা, মনগড়া, ভিত্তিহীন, মানহানিকর তথ্য ফেইসবুকে দেওয়ায় এ মামলা করা হয়েছে বলে আইনজীবী গোলাম মোস্তাফা জানান।