পাবনায় ৪ ‘ডাকাত’ আটক

পাবনার ঈশ্বরদী থেকে চারজনকে আটক করা হয়েছে, যারা ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি পুলিশের।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 12:39 PM
Updated : 23 May 2017, 12:39 PM

মঙ্গলবার উপজেলার বরইচরা এলাকা থেকে তাদের আটক করা বলে ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান।

আটকরা হলেন রংপুরে মডার্ন পাড়ার শামসুদ্দিন (৩০), সাভারের গেন্ডার জাহিদুল ইসলাম (২০), নারায়ণগঞ্জের কাঁচপুরের বিপ্লব হোসেন (২৩) ও ঠাকুরগাঁওয়ের ইলিয়াস হোসেন (২৭)।

ওসি আব্দুল হাই বলেন, “সোমবার রাতে ঢাকা থেকে সৌখিন পরিবহনের একটি বাস জামালপুর রওনা হয়। পথে গাজীপুরের চন্দ্রা থেকে যাত্রীবেশে ১৪/১৫ জন ডাকাত ওঠে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে যাত্রীদের মারধর সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

“মঙ্গলবার সকাল ১১টার দিকে ডাকাতদল গাড়িটি নিয়ে ঈশ্বরদীর বরইচরা আসলে জ্বালানি শেষ হয়ে যায়। এ সময় তারা পালানোর চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের দেওয়া খবরে চার ডাকাতকে আটক করা হয়।”

এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।