রাবির ছাত্রী হলে উচ্চ মাধ্যমিকের খাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১০০টি খাতা উদ্ধার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 02:18 PM
Updated : 22 May 2017, 03:19 PM

সোমবার সন্ধ্যায় হলের প্রাধ্যক্ষ জিন্নাত ফেরদৌসী এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কাছে তথ্য ছিলো আমার হলে বোর্ড পরীক্ষার কিছু খাতা রয়েছে। পরে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা চান।

“আমি, প্রক্টর ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকারসহ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হলের দ্বিতীয় তলার বারান্দায় একটি ব্যাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১০০টি উত্তরপত্র উদ্ধার করি।”

এ ঘটনায় হলের কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ জিন্নাত।

বিকালে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে খাতাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।

রাজশাহী শিক্ষা র্বোডের নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদে জানতে পারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ২৬৮ নম্বর কোডের ১০০ খাতা ঢুকছে। খাতাগুলো মূল্যায়নের জন্য নগরীর নিউ গভমেন্ট কলেজের অধ্যাপক আবুল কালামকে দেওয়া হয়েছিল।”

খাতাগুলো কীভাবে হলে এসেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।