চাঁদপুরে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

চাঁদপুরের চার বছর আগে মনির হোসেনকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 09:53 AM
Updated : 22 May 2017, 11:25 AM

চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাধন হোসেন কাজী (২৮) হাজীগঞ্জ উপজেলার কাঁঠালী (দিঘীরপাড়) বেপারী বাড়ির বেনু কাজীর ছেলে। তিনি আদালতে উপস্থিত ছিলেন।

সেইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়, শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারী বাড়ির নূর মিয়া বেপারীর ছেলে মনিরের সঙ্গে সাধনের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি সকালে চিতোষী থেকে ট্রেনে করে চাঁদপুর যাওয়ার পথে মনিরকে গলাটিপে হত্যা করে সাধন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মোক্তার হোসেন অভি জানান, ওই বছরের ২৬ মে মনিরের ভাই আমির হোসেন বাদী হয়ে সাধনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চাঁদপুর জিআরপি থানার এসআই মো. নাজমুস সাকিব ২০১৪ সালের ১৯ জানুয়ারি পুলিশ সাধনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।