নাটোরে কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

চার বছর আগে কৃষক হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 12:45 PM
Updated : 21 May 2017, 12:45 PM

রোববার জেলা ও দায়রা জজ রেজাউল করিম পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নাটোরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন,সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের কৃষক লোকমান আলী ২০১৩ সালের ৭ এপ্রিল কালীগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন। এক সপ্তাহ পর বাজারের পাশের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম সিংড়া থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে সিংড়া থানার এসআই মন্তেজার রহমান সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তিনি বলেন, ১৩ জনের সাক্ষ্য শেষে দুপুরে জেলা ও দায়রা জজ পাঁচজনকে যাবজ্জীবন এবং মিলন হোসেন ও নাসির হোসেন নামে অপর দুই আসামিকে খালাস দেন।

দণ্ডিতরা হলেন, আঙ্গুর মোল্লা, মিঠু, ফারুক হোসেন, সোহাগ হোসেন ও নয়ন। এদের মধ্যে ঘটনার পর থেকে পলাতক সোহাগ হোসেন ও নয়ন ।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী আলী আজগর বলেন, দণ্ডিতরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।