বগুড়ায় শফিকুল হত্যায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

বগুড়ায় শফিকুল ইসলাম হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 12:38 PM
Updated : 21 May 2017, 12:38 PM

রোববার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩২) ও একই এলাকার দক্ষিণপাড়া গ্রামের সামছুজ্জামান ওরফে সূর্য্য (৩০)।

নাছিমা জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে পিপি আব্দুল মতিন জানান, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে খুন হন শফিকুল ইসলাম। তার লাশ একই গ্রামের এক কলা বাগানে পাওয়া যায়। এঘটনায় তার ভাই গুলজার রহমান অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন।

“পুলিশ তদন্ত করে জানতে পারে শফিকুলের স্ত্রী নাছিমার সঙ্গে একই এলাকার দক্ষিনপাড়া গ্রামের সূর্য্যের অবৈধ সম্পর্ক ছিল। এর জেরে তারা দুজন শফিকুলকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে।”

পরে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। একই বছরের ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।