চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৭ ‘জঙ্গি’ রিমান্ডে  

চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার সন্দেহভাজন সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 12:27 PM
Updated : 16 May 2017, 01:19 PM

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুস সালাম এ আদেশ দেন।

গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জঙ্গি সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করে। ওই সময় সাড়ে ৫২ কেজি পাওয়ার জেল, সাড়ে চার কেজি গান পাউডার, ২২টি জিহাদি বই উদ্ধার করা হয়।

ওই অভিযানে গ্রেপ্তার কয়েকজনের কাছে তথ্য পেয়েই রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয় বলে পুলিশের ভাষ্য।

নাচোল থানার পরিদর্শক (তদন্ত) ফাছির উদ্দিন জানান, শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ‘জঙ্গি’ হারুন অর রশিদ, কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন, ফিরোজ, বাবু, আজিজুল হক ও আব্দুল হাকিমকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।

উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত। 

এর আগে গত ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। ওই অভিযানে চারজন নিহত হন, বাড়িতে পাওয়া যায় অস্ত্র ও সুইসাইড ভেস্ট।