ছাতকে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ৩০ জন ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 03:48 PM
Updated : 15 May 2017, 03:48 PM

সোমবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও ও বড়গলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান।

নিহত লোকমান হোসেন (২২) উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ছেলে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আতিকুর বলেন, রোববার উলুরগাঁ ও বড়গলা গ্রামের ফুটবল দলের মধ্যে খেলা চলাকালে সমর্থকের মধ্যে হাতাহাতি হয়।

“এর জেরে সোমবার সন্ধ্যায় দুই গ্রামের লোকজনের দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে সেখানে লোকমানের মৃত্যু হয়।”

আইনশৃংখলা স্বাভাবিক রাখতে দুই গ্রামে পুলিশ অবস্থান করছে বলে জানান তিনি।