বজ্রপাতে তিন জেলায় ৯ জনের মৃত্যু

বজ্রপাতে নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে নয়জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 01:33 PM
Updated : 13 May 2017, 01:47 PM

শনিবার বজ্রপাতে নওগাঁয় পাঁচজন, খাগড়াছড়িতে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ

নওগাঁর আত্রাই, মহাদেবপুর ও সদর উপজেলায় শনিবার বিকালে বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক ও এক স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন রাজশাহীর বাঘার থাইয়ের হাট গ্রামের হাতেম আলীর ছেলে রতন ইসলাম (২০) ও একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোহাম্মদ মিলন (২২), নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের রমেজউদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৫) ও একই উপজেলার শরিফপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও মহাদেবপুর উপজেলার বিরন গ্রামের আসাদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৭)।

নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, শ্রমিক রতন ও মিলন আত্রাই উপজেলার দর্শন গ্রামের সুনীল চন্দ্রের জমির বোরো ধান কাটার কাজ করছিলেন। বেলা ৪টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

“মাঠে ধান কাটার সময় ফতেপুর গ্রামের কৃষক আফজাল, মাঠ থেকে গরু আনার সময় শরিফপুর গ্রামের রফিকুল এবং ঝড়বৃষ্টির সময় স্কুলে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায় আরাফাত।”

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের রুস্তমপুরে বজ্রপাতে জালাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে ওই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান।

তিনি বলেন, সকালে হালকা বৃষ্টির মধ্যে কৃষক জালাল মিয়া তার দুটি গরু নিয়ে জমিতে হালচাষ করতে  যান। হালচাষের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই জালাল ও তার গরু দুটি মারা যায়।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বজ্রপাতে মা- ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সদরের বটতলী ও ভাইবোনছড়ায় এ এঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান।

মৃতরা হলেন সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২), ভাইবোনছড়ার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা (২০)।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারমা সংসদ এলাকায় বাড়ির বারান্দায় দুপুরের খাবার খাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারান মা ও ছেলে।

আর দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সানু মারমার মৃত্যু হয় বলে জানান ওসি তারেক।