ওষুধ পুকুরে পাওয়ার পর এবার মজুদের অভিযোগ, নার্স আটক

পুকুরে সরকারি ওষুধ পাওয়ার একদিন পর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সেবিকাকে আটক করা হয়েছে ওষুধ মজুদের অভিযোগে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 12:44 PM
Updated : 13 May 2017, 12:45 PM

শনিবার হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।

এদিকে, পুকুরে ভাসমান ওষুধ পাওয়ার ঘটনা তদন্তে আগের গঠিত তিনটি কমিটি বিলুপ্ত করে নতুন একটি কমিটি করেছে শের-ই বাংলা মেডিকেল কর্তৃপক্ষ।

আটক বিলকিস বেগম মহিলা মেডিসিন বিভাগের ইনচার্জ ও স্টাফ নার্স।

শুক্রবার বরিশাল শের- বাংলা মেডিকেলের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের পুকুরে ভাসমান অবস্থায় সরকারি ওষুধ পাওয়া যায়। ঘটনায় শনিবার সকালে কমিটি তিনটি গঠন করা হয়।

শুক্রবার আটক হাসপাতালের ঝাড়ুদার শেফালী বেগম তার ছেলে মো. মামুনের বিরুদ্ধে মামলাও করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পরিচালক সিরাজুল বলেন, শনিবার হাসপাতালের মেইন ও সাব-স্টোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরে মহিলা মেডিসিন বিভাগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।

“সরকারি ওষুধ রোগীদের না দিয়ে মজুদ করার অভিযোগে বিভাগটির ইনচার্জ বিলকিস বেগমকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “পুকুরে ভাসমান সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় আগের গঠিত তিনটি তদন্ত কমিটি বিলুপ্ত করে আমার নেতৃত্ব একটি কমিটি কাজ করবে। কমিটির অন্য সদস্যদের নাম এখনও চূড়ান্ত করা হয়নি।”