কিশোরগঞ্জে কৃষক সমাবেশ

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কিশোরগঞ্জে কৃষক সমাবেশ হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 11:18 AM
Updated : 10 May 2017, 11:19 AM

বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির যৌথ উদ্যোগে বুধবার বেলা ১১টায় জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় এ সমাবেশ হয়।

কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়র হোসেন রেজাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

সাজ্জাদ জহির তার বক্তব্যে বলেন, “হাওরের অকালবন্যা প্রাকৃতিক নয়, এটা মনুষ্য সৃষ্ট। প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াই এর কারণ। পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি প্রকৌশলী ও ঠিকাদাররা এর জন্য দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

ক্ষেতমজুর সমিতির নেতা আনোয়র হোসেন বলেন, “আগামী ফসল না ওঠা পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ বিতরণ, জলমহালের ইজারা প্রথা বাতিলসহ অবিলম্বে হাওরকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।”

বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ঋণ মওকুফ করে নতুন করে সুদমুক্ত ঋণ দেওয়ারও দাবি জানান।