চুয়াডাঙ্গায় চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় স্থানীয় এক পত্রিকার সাংবাদিককে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 12:56 PM
Updated : 9 May 2017, 01:06 PM

সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের আলমডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানজির আহমেদ রনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

ওসি তোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুয়াডাঙ্গায় বিএডিসির খামার অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

“সেখানে গিয়ে রনি চাঁদা দাবি করে হুমকি দেন। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। আবার ঠিকাদারের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ আছে।”

ঝিনাইদহের ঠিকাদার মিজানুর রহমান লিখিত অভিযোগ দেওয়ায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি তোজাম্মেল।

তবে পত্রিকার সম্পাদক-প্রকাশক আইনজীবী তছিরুল আলম বলছেন, “রনি চাঁদা দাবি করেননি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”