সিরাজগঞ্জে জেএমবি ‘সদস্য’ ৩ ভাই গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেএমবি ‘সদস্য’ তিন ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 09:36 AM
Updated : 9 May 2017, 09:37 AM

মঙ্গলবার সলঙ্গা-নিমগাছি সড়কের ধুবিল বটতলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ সুমন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার ওলিপুর দক্ষিণপাড়ার মাকসুদুর রহমানের ছেলে মামুনুর রশিদ মামুন (৩৮), আব্দুল্লাহ বিন মাকসুদ মাসুদ রানা ও নাজিবুল বাশার নাজির।

সলঙ্গা থানায় সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

মেজর সাফায়াত বলেন, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এরানদহ গ্রামের জেএমবি সদস্য শায়খ জয়নাল আবেদিনের বাড়িতে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ।

“অভিযানে জয়নালের দুই ছেলেসহ চার জেএমবি সদস্যকে আটক ও জিহাদি বই, হাতবোমা, গান পাউডার, স্প্লিন্টার এবং বেশকিছু কাঁচ উদ্ধার করে পুলিশ। ”

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় তিন ভাই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানান তিনি।