ঝালকাঠিতে ৫ কৃষকের ঘর ভস্মীভূত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাঁচ কৃষকের ঘর পুড়ে গেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 11:57 AM
Updated : 6 May 2017, 11:57 AM

শনিবার সকালে গালুয়া ইউনিয়নে ফারুক গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পাশের জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভান্ডারিয়া ফায়ার স্টেশন মাস্টার আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

“খবর পেয়ে আমারা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে পাঁচ ঘরের ধান-পান, নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।”

ক্ষগ্রিস্তরা হলেন আতাহার খাঁ, ফারুক গাজী, রেজোয়ান গাজী, ইউসুফ গাজী ও নূর গাজী।

আমজাদ বলেন, “ওই বাড়িতে মোট ১৪টি ঘর ছিল। আমারা দ্রুত না পৌঁছালে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”