বঙ্গোপসাগরে ‘১৪ জেলেকে অপহরণ’, একজন গুলিবিদ্ধ

পটুয়াখালীর সোনারচর পয়েন্টে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে ডাকাতিসহ ১৪ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2017, 11:41 AM
Updated : 5 May 2017, 11:46 AM

মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে মাথায় ও হাতে গুলিবিদ্ধ একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ কালাম এফবি জসিম নামের একটি ট্রলারে মাছ ধরছিলেন বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

আলীপুর মৎস্য ব্যবসায়ী ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, সকাল ৬টার দিকে সোনারচর পয়েন্টে শতাধিক ট্রলারে  মাছ ধরছিলেন জেলেরা।

ফিরে আসা জেলেদের বরাতে তিনি বলেন, ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে একের পর এক ট্রলারে ডাকাতি করে এবং গুলি ছোড়ে। তারা এফবি জসিম নামের একটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তবে গুলিবিদ্ধ কালামকে তারা এফবি ফয়সাল নামের একটি ট্রলারে তুলে দেয়।

কালামকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে, পরে বরিশাল পাঠানো হয় বলে জানান ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, “কালামের মাথায় ও বাহুতে গুলি লেগেছে। এ কারণে জরুরি চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়।”

এ বিষয়ে কোস্টগার্ডের রাঙ্গাবালি জোনের কন্টিনজেন্ট কমান্ডার  কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ওই এলাকায় ডাকাত ধরতে অভিযান শুরু করা হয়েছে।