যশোর বোর্ডে পাসের সংখ্যায় এগিয়ে মেয়েরা
যশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2017 06:19 PM BdST Updated: 04 May 2017 06:23 PM BdST
যশোর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পাওয়ায় ছেলেরা এগিয়ে থাকলেও পাসের সংখ্যায় মেয়েরা এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ফলে সারা দেশের মতো এই শিক্ষাবোর্ডেও কমেছে পাশের হার; পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ, যা গত বছর ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ।
এবছর জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৪৬০ জন শিক্ষার্থী; গত বছর পেয়েছিল নয় হাজার ৪৪৪ জন।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে তিন হাজার ৫২৪ জন এবং ছাত্রী দুই হাজার ৯৩৬ জন।
এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার দুই হাজার ৫০৩টি বিদ্যালয়ের এক লাখ ৫৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী এসএসসি অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে এক লাখ ২২ হাজার ৯৯৫ জন।
পাশ করা শিক্ষার্থীদের মদ্যে ৬০ হাজার ৯৭১ জন ছাত্র এবং ৬২ হাজার ২৪ জন ছাত্রী।
এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাশ করেছে ৬০ হাজার ৪৪৯ জন, বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭০৫ জন এবং বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৪১ জন।
এবার এসএসসির ফলে সারা দেশেও কমেছে জিপিএ-৫ ও পাসের হার; সারা দেশে এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় পাঁচ হাজার কম।
স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে পাস করেছে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী, যা গতবারের তুলনায় ৭ দশমিক ৯৪ শতাংশ পয়েন্ট কম।
এবার পাসের হার ও জিপিএ-৫ কমার পেছনে নতুন পদ্ধতিতে ‘পরীক্ষার খাতার যথাযথ মূল্যায়ন’ হওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
-
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার আরও ৭
-
খুলনায় টিসিবির পণ্য বিক্রি করায় জরিমানা
-
মুন্সীগঞ্জে এক গৃহবধূ অগ্নিদগ্ধ
-
ঝড়ে বন্ধের পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ফের শুরু
-
মামুনুলের শ্বশুরকে নোটিশ: আ. লীগ নেতাদের হুমকি
-
টাঙ্গাইলে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
-
ফরিদপুরে ফোন করলেই পৌঁছে দিচ্ছে মাছ
-
পটুয়াখালীতে স্ত্রী খুন, স্বামী আটক
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু