রাজশাহীতে পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

এসএসসিতে এবার পাসের হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম হলেও টানা তৃতীয়বারের মত দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 11:01 AM
Updated : 4 May 2017, 11:01 AM

বৃহস্পতিবার প্রকাশিত ফলে এ বোর্ডে এবার কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

স্কুলের ছাত্রছাত্রীদের এ সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও রাজশাহীতে পাস করেছে ৯০ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী।

তবে এ পাসের হার বোর্ডের গতবারের পাসের হার থেকে কম বলে জানান রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার।

দুপুরে ফল ঘোষণা করার সময় তিনি জানান, গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ। আর ২০১৫ সালে ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ।

এবার রাজশাহী বোর্ডে ১ লাখ ৬৬ হাজার ৯৩৮ জন অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী।

এবার এ বোর্ডে ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার বলেন, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।

২০১৫ সালে রাজশাহীতে জিপিএ-৫ পায় ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হারে মেয়েরা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে।

পরীক্ষায় অংশ নেওয়া ৮০ হাজার ২১৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৭৩ হাজার ৩৫৩ জন; পাশের হার ৯১ দশমিক ৪৪ শতাংশ।

অপরদিকে ৮৬ হাজার ৭১৯ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৭৮ হাজার ৫৩ জন; পাশের হার ৯০ দশমিক ০১ শতাংশ।

আর জিপিএ-৫ পাওয়া ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আট হাজার ২৭৪ জন এবং ছাত্র নয় হাজার ৭৫ জন।

অর্ধেকে নেমেছে শতভাগ পাসের বিদ্যালয়

রাজশাহী বোর্ডে এবার অর্ধেকে নেমে এসেছে শতভাগ পাসের বিদ্যালয়ের সংখ্যা।

এ বছর ২ হাজার ৬৩২টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়; এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৪২৯টি। গত বছর ছিল ৮০০টি এবং ২০১৫ সালে ছিল ৯৬৯টি।

এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা একটি। চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে এবার দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যাদের কেউ পাস করেনি। গত বছর শূন্য পাসের বিদ্যালয় ছিল দুটি।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে অন্যদের মধ্যে শিক্ষা বোর্ডের সচিব আনারুল হক প্রামানিক, কলেজ পরিদর্শক আকবর হোসেন, প্রধান মূল্যায়ন কর্মকর্তা গোলাম আজম, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শফিকুল ইসলাম এবং জনসংযোগ কর্মকর্তা এএফএম খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।