কুমিল্লা বোর্ডে বড় ধস
কুমিল্লা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2017 04:50 PM BdST Updated: 04 May 2017 04:50 PM BdST
মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফলে এবার বড় ধস নেমেছে।
এ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ৫৯ দশমিক ০৩ শতাংশ এবার পাস করেছে, যেখানে গতবছর পাসের হার ছিল ৮৪ শতাংশ।
সার্বিকভাবে এবার দশ বোর্ডে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
আর কুমিল্লা বোর্ডের পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৪৫০ জন জিপিএ-৫ পেয়েছে। গতবছর ৬ হাজার ৯৫৪ জন এ বোর্ড থেকে পূর্ণ জিপিএ পেয়েছিল।

“তবে বিদ্যালয়ে টেস্ট পরীক্ষায় রেজাল্ট খারাপ করা শিক্ষার্থীদেরও এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে বিদ্যালয়গুলো। ফলাফল খারাপ হওয়ার এটা একটা কারণ হতে পারে।”
তিনি বলেন, বিদ্যালয়গুলোতে যেভাবে নজরদারি করা প্রযোজন, লোকবল সঙ্কটের কারণে তা হচ্ছে না। তবে যেসব বিদ্যালয় খারাপ করেছে তাদের ব্যাখা চাইবে বোর্ড।
কুমিল্লা বোর্ড
>> পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন।
>> পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১১ জন।
>> ফেল করেছে ৭৪ হাজার ৮৬৮ জন।
>> এর মধ্যে গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯জন; ২৫ হাজার ৬০৬ জন ইংরেজিতে পাস করতে পারেনি।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, “গণিত ও ইংরেজির ভালো শিক্ষকের অভাব রয়েছে কুমিল্লায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আন্তরিকতারও অভাব রয়েছে।”
ভালো ফলাফলের জন্য ‘মনিটরিং’ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন তিনি।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কেজি আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থীর কেউ এবার পাস করতে পারেনি।
একই অবস্থা ওই উপজেলার পায়ের খোলা আর এম বিআর গার্লস হাই স্কুলের। সেখানে ৩২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে এবার।
এ বোর্ডের ১৪টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী এবার পাস করেছে।
-
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার আরও ৭
-
খুলনায় টিসিবির পণ্য বিক্রি করায় জরিমানা
-
মুন্সীগঞ্জে এক গৃহবধূ অগ্নিদগ্ধ
-
ঝড়ে বন্ধের পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ফের শুরু
-
মামুনুলের শ্বশুরকে নোটিশ: আ. লীগ নেতাদের হুমকি
-
টাঙ্গাইলে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
-
ফরিদপুরে ফোন করলেই পৌঁছে দিচ্ছে মাছ
-
পটুয়াখালীতে স্ত্রী খুন, স্বামী আটক
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব