হাওরে ক্ষতিগ্রস্তদের ত্রাণের চালসহ নৌকাডুবি

সুনামগঞ্জে হাওরে ফসলহারা মানুষের জন্য আনা ত্রাণের চাল বোঝাই একটি নৌকা কালবৈশাখী ঝড়ে নদীতে  ডুবে গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 11:33 AM
Updated : 1 May 2017, 12:05 PM

রোববার গভীর রাতে শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীতে নৌকাটি ডুবে যায় বলে জানান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, ত্রাণের ৩৬০ বস্তা (১৮ মেট্রিক টন) চাল বোঝাই নৌকাটি শহরের মল্লিকপুর এলাকায় খাদ্য গুদাম সংলগ্ন সুরমা নদীতে বাঁধা ছিল। রাতে কালবৈশাখী ঝড়ে নৌকাটি ডুবে যায়।

“চালগুলো সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাওরের ক্ষতিগ্রস্ত কৃষককের মধ্যে বিতরণের কথা ছিল।”

ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান জেলা প্রশাসক।

রোববার রাতে জেলায় কালবৈশাখী ঝড়ে কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শত শত গাছপালা ও বিদ্যুতের খুঁটি। জেলার অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।