নড়াইলে মহিলা জামায়াতের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

নড়াইলে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে জেলা মহিলা জামায়াতের আমিরসহ ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 08:16 AM
Updated : 1 May 2017, 08:16 AM

জেলার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, রোববার রাতে শহরের ভওয়াখালী এলাকায় জেলা জামায়াতের আমির আশেক এলাহীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে মহিলা জামায়াতের আমির হোসনে আরা বানু জেলা জামায়াতের আমির আশেক এলাহীর স্ত্রী। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার বলেন, “মহিলা জামায়াতের নেতা-কর্মীরা ওই বাড়িতে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।”

সেখান থেকে বিভিন্ন ‘জিহাদি বই ও চাঁদার রশিদ’ জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

নড়াইলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, নড়াইল সদর থানার এসআই ভবতোষ রাতেই গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।