আটোয়ারী সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 02:32 PM
Updated : 30 April 2017, 02:32 PM

রোববার সকালে ধামোর ইউনিয়নের জোতদারপাড়া সীমান্তের ৪১১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় গ্রেনেডটি পাওয়া যায় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির জোতদারপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার দিদার আহম্মেদ জানান, ৪১১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি চা বাগানে সাউন্ড গ্রেনেডটি পড়ে ছিল।

“স্থানীয়রা গ্রেনেডটি দেখে বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা সেটি উদ্ধার করে আটোয়ারি থানায় হস্তান্তর করে।”

সুবেদার দিদার বলেন, হয়ত কেউ সাউন্ড গ্রেনেডটি ছুড়েছিল, কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে গ্রেনেডটি সক্রিয়া আছে কি না তা বিশেষজ্ঞ দল ছাড়া বলা সম্ভব নয়।

নাম প্রকাশ না করে বিজিবির অপর এক কর্মকর্তা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা এমন সাউন্ড গ্রেনেড ব্যাবহার করে থাকেন।

সীমান্ত এলাকায় কখনও কখনও বিকট শব্দে কোনো কিছু বিস্ফোরণের যে শব্দ পাওয়া যায় তা এমন সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানোর কারণে হয়ে থাকে বলে তার ধারণা।